প্রকাশিত: Sat, Dec 23, 2023 8:55 PM
আপডেট: Tue, Jan 27, 2026 8:06 AM

[১]খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা, সুজন নামে এক ব্যক্তি আটক

এল আর বাদল: [২] রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে এক অজ্ঞাত ব্যক্তি প্রবেশের চেষ্টা করলে তাকে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাকে ভাটারা থানায় সোপর্দ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।  

[৩] সূত্র জানায়, শনিবার সন্ধ্যা পাঁচটার দিকে সুজন নামে এক অপরিচিত ব্যক্তি সন্দেহজনক ঘোরাফেরা করতে থাকে এবং এক পর্যায়ে খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাও করে। এসময়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে তাৎক্ষণিকভাবে আটক করে থানা পুলিশে দিয়ে দেয়। সমকাল, সম্পাদনা: ইমরুল শাহেদ